ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদ সদস্য আবু তাহের, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা আয়শা সিদ্দিকা রুপালী, আওয়ামীলীগ নেতা একেএম বেলায়েত হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ সভায় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করণসহ আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু করণসহ অবৈধভাবে পাথর, বালু উত্তোলনকারী, সরকারী বনাঞ্চলের গাছ চুরি এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক রয়েছে বলে কমিটির সদস্যরা মত প্রকাশ করেন।