শেরপুরে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১ ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় টাঙ্গাইলের সহযোগিতায় জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, দুদকের টাঙ্গাইল জোনের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন সারওয়ার। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষকসহ সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতী বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেছেন নবাগত ওসি ফায়েজুর রহমাননকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতশেরপুরের নালিতাবাড়ীতে কোচ সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান Post Views: ১৮৬ SHARES শেরপুর বিষয়: