ঝিনাইগাতীতে ৫শত কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন হাজী ছামিউল হক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ছামিউল হক ফকির। ২২ এপ্রিল বুধবার সকালে রামেরকুড়া (তামাগাঁও) গ্রামে তার নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার দুস্থ ও শ্রমজীবি মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, আটা/ময়দা, চিনি ও সাবান। এসব খাদ্য সামগ্রী অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আমিরুল ইসলাম ও হাজীর ছেলে তরুণ ছাত্র মনোয়ার হোসেনসহ আরো অনেকেই। হাজী ছামিউল হক ফকির জানান, সরকার করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে সবাইকে ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফলে বেশি সমস্যায় পড়েছেন কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষরা। তাদের কথা ভেবে আমি একজন সমাজসেবক হিসেবে ৫০০টি পরিবারকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করছি। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, আটা/ময়দা ১০ কেজি, চিনি আধা কেজি ও সাবান ১টি। Related posts:শেরপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যুশ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতশেরপুর সদরের ১৪ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা Post Views: ২০৫ SHARES ঝিনাইগাতী বিষয়: