শ্রীবরদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১ শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো, মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার এমএন সাজ্জিল সাদিক। সভায় উন্মুক্ত আলোচনায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রউফ, হাবিবুর রহমান আরজু, এমএ জলিল, জুবায়ের রহমান, আব্দুল হালিম, আসিকুর রহমান, আবু শামা কবির, নাছিমা খাতুন, আসাদুল্লাহ বিল্লাল প্রমুখ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। Related posts:শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিতজাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন শেরপুরের হাজার হাজার মানুষশেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: