নালিতাবাড়ীতে ছেলের আঘাতে মায়ের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ শেরপুরের নালিতাবাড়ীতে সন্তানের হাতে কাঠের মুগুরের আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মা জহুরা খাতুন ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে ওইসময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলে জহুরুলকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। Related posts:নকলা প্রেসক্লাবের কমিটি গঠনঝিনাইগাতীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরুশ্রীবরদীতে বন্য হাতির তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু Post Views: ২৯০ SHARES শেরপুর বিষয়: