নকলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ শেরপুরের নকলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙলবার সকালে স্থানীয় খাদ্য গুদামে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ওইসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, খাদ্য নিয়ন্ত্রক সালাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চেসিম প্রমুখ উপস্থিত ছিলেন। নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেভিয়ার চিসিম জানান, চলতি আমন মৌসুমে ৪৪১ মেট্রিক টন ধান ও ৩৯২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা। Related posts:ঝিনাইগাতীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিতঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণশেরপুরে মৃগী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার Post Views: ১৫২ SHARES শেরপুর বিষয়: