শেরপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মানে শেরপুরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার জেলা পুলিশের উদ্যোগে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত ওই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১৮ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধিতরা মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কর্তব্যরত ছিলেন। অবসর গ্রহণের পর বর্তমানে তারা শেরপুর জেলায় বসবাস করছেন। বীর মুক্তিযোদ্ধা বক্তারা জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল হক, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ জেলা পুলিশের অন্যান্য সদস্য, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ এবং বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের স্বজনবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে পুলিশ লাইনস্ মেসে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।