শেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদ ও যুব সংগঠনের মাঝে চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত যুব সংগঠন ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জোয়াহের আলী মিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন জেলার ৫ উপজেলায় ১৯টি সংস্থার মাঝে ৪০ হাজার টাকা করে ও ১টি সংস্থাকে ৫০ হাজার টাকাসহ মোট ৮ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার আহত ও অস্বচ্ছল ৮ জন ক্রীড়াবিদের মাঝে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিতশেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে আওয়ামী মটর চালক লীগের পুষ্পস্তবক অর্পণআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের শ্রদ্ধা নিবেদন Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: