ঝিনাইগাতীতে ঝিলিক এন্টার প্রাইজের ব্যানারে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

হারুন অর রশিদ দুদু : “টিসিবি’র পণ্য, দামে সাশ্রয়ী, মানে অনন্য” এই শ্লোগানকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রনালয়, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালের পরিচালনায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ঝিলিক এন্টার প্রাইজের ব্যানারে টেডিং কর্পোরেশন অব-বাংলাদেশ (টিসিবি) এর ভ্রাম্যমান/ট্রাকসেল কার্যক্রমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করা হয়েছে।

২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। পরে হলদীগ্রাম চৌরাস্তা (গারোকোনা মোড়) সহ অন্যান্য স্থানে এ টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। ঝিলিক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ জাকির হোসেন জানান, ঝিনাইগাতীতে টিসিবি’র ৬ জন ডিলার রয়েছে। প্রত্যেক ডিলারকে ডিও’র মাধ্যমে ১ হাজার ৪ শত কেজি পণ্য বরাদ্দ দেয়া হয়। এসব পণ্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। পণ্যের মধ্যে ছিল, মসুর ডাল, চিনি, পিয়াজ ও সয়াবিন তৈল। মসুর ডাল- ৬০ টাকা কেজি, চিনি- ৫৫ টাকা কেজি, পিয়াজ- ৩০ টাকা কেজি ও সয়াবিন তৈল- ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। এসব পণ্য প্যাকেজ আকারে বিক্রয় করা হয়।