নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মতবিনিময় করেছেন। ১৫
সেপ্টেম্বর মঙ্গলবার রাতে থানার ওসির অফিস কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা ও সাধারন সম্পাদক বিপ্লব দে কেটুসহ নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, মনিরুল ইসলাম মনির, এম সুরুজ্জামান, ছামিদুল ইসলাম তালুকদার, সানী ইসলাম, আব্দুল মোমেন, মঞ্জুরুল আহসান মঞ্জু, রাকিবুল ইসলাম রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
নবাগত ওসি বাছির আহমেদ বাদল সাংবাদিকদের জানান, আমার প্রধান লক্ষ্য হলো উপজেলা থেকে মাদক নির্মূল করা। তিনি বলেন, মাদক কারবারী বা সেবনকারী সে যেই হউক না কেন, তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাছাড়া বাল্যবিবাহ ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধ করে দেশ জনগণের কল্যাণে তিনি অপোষহীনভাবে কাজ করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জানা যায়, ওসি বছির আহমেদ বাদল ২০০৫ সালে প্রথমে উপ-পরিদর্শক হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। নবাগত ওসি এর আগে শেরপুরের শ্রীবরদী থানায়, গোপালগঞ্জের কাশিয়ানী থানায় এবং সবশেষ শেরপুর সদর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওসি বাছির আহমেদ বাদল ২২ সেপ্টেম্বর রোববার নালিতাবাড়ী থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়।