নকলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

শেরপুরের নকলায় ড্রাম ট্রাকচাপায় মোফাজ্জল হোসেন তাজু (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাজু চাঁদপুর জেলার মৃত দেওয়ান সিদ্দিকের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় অনুমোদন ছাড়াই গড়ে উঠা সেভেনস্টার ইটভাটায় মাটি কাটার শ্রমিকের কাজ করত মোফাজ্জল হোসেন তাজু। পাইস্কা এলাকা থেকে ডাম্প ট্রাকের মাধ্যমে মাটি নিয়ে ওই ইটভাটায় দিতো সে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পাইস্কা এলাকায় শ্রমিক তাজুর মাথাপিষ্ট ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ডাম্প ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নকলা থানার এসআই আনোয়ার হোসেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনাটি ড্রাম ট্রাকের চাপায় হতে পারে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।