‘সৃষ্টি সুখের উল্লাসে’ রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

বিনোদন ডেস্ক : সঙ্গীতের উপর জিটিভি আয়োজন করেছে ভিন্নধর্মী গবেষণামূলক অনুষ্ঠান নেকটার নিবেদিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘শিল্পের সাথে সৃষ্টির গল্প’।

এখানে বিভিন্ন সঙ্গীতশিল্পী আমন্ত্রিত হবেন এবং শিল্পের সঙ্গে তাদের সৃষ্টির যে গল্প এবং সেই শিল্পের পরিবেশনায় এগিয়ে যাবে অনুষ্ঠান। পাশাপাশি বর্ণাঢ্য সঙ্গীত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বলবেন আমন্ত্রিত অতিথি।

মূলত স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে আমাদের স্বাধীনতা লাভের পর প্রায় পঞ্চাশ বছরে সঙ্গীত জগতের এই পথ চলায় যাদের অবদান আমাদের পাথেয় হয়ে আছে, তাদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প নিয়েই অনুষ্ঠান নেকটার নিবোদিত ‘সৃষ্টি সুখের উল্লাসে।’

অনুষ্ঠানের এবারের পর্বে তিথি হয়েছেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী, শিক্ষক রেজওয়ানা চৌধুরী বন্যা। এদেশে রবীন্দ্র সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র রেজওয়ানা চৌধুরী বন্যা। বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত।

সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়েও সম্মানিত করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এছাড়াও রবীন্দ্র গবেষণার উপর পেয়েছেন একাধিক পুরস্কার।

সঙ্গীতের প্রতি ভালবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। তার সঙ্গীত জীবনের যত কথা এবং সঙ্গীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে তিনি শুধু রবীন্দ্র সঙ্গীতই গান নি, পাশাপাশি গেয়েছেন অতুল প্রসাদ এবং ডিএল রায়ের গান। তাকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তী খুরশীদ আলম এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমা রায়।

কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ।

অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।