শেরপুরের সিভিল সার্জনকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

পদোন্নতিজনিত বদলির কারণে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফকে জেলা প্রশাসনের তরফ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ও ডা. খাইরুল কবীর সুমনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পান।