শেরপুরে ইয়াবাসহ নবনির্বাচিত ইউপি সদস্য আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২ শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ খোকন মিয়া খোকা (৪৬) নামে এক নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে র্যাব-১৪। ১৪ জানুয়ারি শুক্রবার ভোরে সদর উপজেলার জঙ্গলদী মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও পার্শ্ববর্তী ছনকান্দা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ওইসময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবাসহ খোকাকে আটক করা হয়। পরে তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১৪। ওই ঘটনায় র্যাবের নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলম বাদী হয়ে মাদক আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, মাদক আইনের মামলায় খোকন মিয়া খোকাকে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:শেরপুরে একটি ঘটনার জের ধরে পুলিশ পরিচয়ে সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি প্রর্দশননকলায় শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদানশেরপুরে শেখ রাসেল দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ Post Views: ২৪৩ SHARES শেরপুর বিষয়: