নকলায় সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ শেরপুরের নকলায় ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার উরফা ইউনিয়নের সালথা গ্রামে ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত. আছর আলীর ছেলে। পরিবারের বরাতে ওসি রিয়াদ মাহমুদ জানায়, সকালে বাড়ির পাশে বোরো আবাদে সেচ দিতে যায় শফিকুল ইসলাম। আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ওই পাম্পের টিউবওয়েলে পানি তোলার জন্য চাপতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলের মারা যায় শফিকুল। উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো বলেন, আগে থেকেই সেচ পাম্পের টিউবওয়েল বিদ্যুতায়িত ছিল। ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য টিউবওয়েল চাপতে গেলে শফিকুল নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচ পাম্পের টিউবওয়েল বিদ্যুতায়িত হয়ে কৃষক শফিকুল ইসলাম মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:শেরপুরে নার্সদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদ ও ডিজির অপসারণের দাবিতে নার্সদের প্রতিবাদ সমাবেশঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা Post Views: ১৭৯ SHARES শেরপুর বিষয়: