শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ শেরপুর জেলা মেডিকেল টেকনোলজিস্ট (চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদের আয়োজনে আনন্দ ভ্রমন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গবার জেলার প্রধান পর্যটন কেন্দ্র গজনী অবকাশে আনন্দ ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে প্রধান আকর্ষণ ছিলো লটারির মাধ্যমে সবার জন্য পুরষ্কার। জানা যায়, যে পেশায় সপ্তাহে সাত দিনই কর্মদিবস সেখানে এই এক দিনের আনন্দ ভ্রমণ ছিলো মেডিকেল টেকনোলোজিস্টদের কাছে হাতে সোনার হরিণ নাগাল পাওয়ার মতো। জেলা মেডিকেল টেকনোলজিস্ট ( চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদের সদস্যগণ যেকোন প্রয়োজনে এক সাথে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। সকলের প্রত্যাশা এই আনন্দ ভ্রমণ ও মেডিকেল টেকনোলজিস্টদের মিলন মেলা ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। Related posts:শেরপুরে টানা ৪র্থ রাতের মতো শীতার্তদের মাঝে আদরজান ফাউন্ডেশনের কম্বল বিতরণশেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠননকলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তন্ময়, সম্পাদক রাজু Post Views: ২৪৪ SHARES শেরপুর বিষয়: