অবশেষে লাগেজ ফিরে পেলেন নড়াইলের সেই প্রবাসী

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

নড়াইলের রাকিব সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গত বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। পরে লাগেজ বেল্টে এসে খেয়াল করেন, তাঁর লাগেজটি সঙ্গে নেই। প্রবাসে উপার্জনের ৭ লাখ টাকার চেক, ব্যাংকের কাগজসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র ছিল সেই লাগেজে। তন্নতন্ন করে খুঁজে লাগেজটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন রাকিব।

বিমানবন্দরে উপস্থিত অনেকে এগিয়ে এলে কেঁদে কেঁদে লাগেজ হারানোর কথা বলেন রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে।  ভাইরাল ভিডিওতে রাকিবকে বলতে শোনা যায়, ‘বিমানবন্দরের বাইরে চুরি হলে ভিন্ন কথা। লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়।’
রাকিবের সেই ভিডিও দেখে এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন অনেকেই। তবে অভিযোগ পাওয়ার পর রাকিবের প্রতি সহমর্মিতা জানিয়ে বসে থাকেনি বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাঁদের চেষ্টায় গতকাল রাকিবের লাগেজ উদ্ধার হয়েছে।
গতকাল রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাকিবের লাগেজ নিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেছেন, ভুলে লাগেজটি নিয়ে গিয়েছিলেন। পরে গতকাল দুপুরে লোক মারফত লাগেজটি বিমানবন্দরে ফেরত পাঠান তিনি। লাগেজটি রাকিবকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
লাগেজ ফেরত পেয়ে আনন্দিত রাকিব বলেন, ‘যিনি আমার লাগেজটি নিয়ে যান তিনি একটি হাত ট্রলি রেখে গেছিলেন। ভুলে নাকি ইচ্ছাকৃতভাবে নিয়ে গেছিলেন, জানি না।’