শেরপুর জেলা কারাগারে নতুন এলইডি টেলিভিশন প্রদান

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

শেরপুর জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে জেলা প্রশাসনের উদ্যোগে অনুদান হিসেবে একটি নতুন এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জেলা কারাগারের জেল সুপার মো. আবুল কালাম আজাদের কাছে টেলিভিশনটি হস্তান্তর করেন।

টেলিভিশন প্রদানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের টেলিভিশনটি নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে জেল সুপার জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে জানালে তিনি একটি নতুন টেলিভিশন ক্রয় করে অনুদান হিসেবে প্রদান করেন। এর কিছুদিন আগে কারাগারের পুরুষ ওয়ার্ডেও একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে।