ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে তরুণীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোনিয়া আক্তার (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। ৭ ফেব্রুয়ারি সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন ওই তথ্য নিশ্চিত করেন। ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৮৪ জনের মধ্যে ৪৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৩৮টি নমুনা পরীক্ষা করে ১২১ জন করোনা শনাক্ত হয়েছেন।’ Related posts:জামালপুরে এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজিচালকসরিষাবাড়ীতে মোটরসাইকেল চাপায় কাঠ ব্যবসায়ীর মৃত্যুশেরপুরে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ১৬১ SHARES সারা বাংলা বিষয়: