বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ সেতুমন্ত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২ বিআরটিএ-তে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে, তা নিয়মের মধ্যে করা হব। তবে এ নিয়ে কোনো তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী। এসময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন। আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। Related posts:অপরাধ করে কেউ ছাড় পাবে না : গণপূর্তমন্ত্রীরমজানে জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতাগণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Post Views: ২০৬ SHARES জাতীয় বিষয়: