শ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

শ্রীবরদীতে ৩২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের হাসপাতালের সামনে সড়ক থেকে ওই ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০) ও পার্শ্ববর্তী মালিঝিকান্দা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ফারুক মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌর শহরের হাসপাতালের সামনে প্রধান সড়কে মাদক বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই সাইফুল মালেক, এএসআই শফিকুল ইসলাম, মোতাহার হোসেন, মোঃ রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জন সম্মুখে ওই দুই জনকে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৩শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ও কাগজে মোড়ানো পাচটি সীম কার্ড উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।