শেরপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২ শেরপুর পৌর শহরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ২ টা দিকে ফাতেমা আক্তার (৩৭) নামে ওই নারীর মৃত্যু হয়। পুলিশ ও মৃতের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, মৃত ফাতেমা আক্তার তার বাবার বাড়ি নালিতাবাড়ি পৌরসভার ছিটপাড়া এলাকা থেকে তার স্বামী রফিকুল ইসলামের সাথে দেখা করার জন্য দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে তার ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া বাসায় উঠেন। দুই দিন আগে তার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের পোশাক ক্রয় করে দেন। কিন্তু গতরাতে তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে। Related posts:নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে ভিজিএফ’র ১৬৩ বস্তা চালসহ গ্রেফতার ১ঝিনাইগাতীতে বিষ পানে একজনের মৃত্যু Post Views: ২৩৬ SHARES শেরপুর বিষয়: