শেরপুরে এবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

শেরপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার আয়োজনে মুজিব শতবর্ষে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে ১৬ ফেব্রুয়ারী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে ৮ দফা দাবী পূরণের লক্ষ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, আব্দুল আল মামুন, জাকির হোসেন, আব্দুর রশিদ, কামাল হোসেন, সোলায়মান, উম্মে কুলসুম, হারুনুর রশিদ, নুরুল হক, মোতাচ্ছিম বিল্লাহ, সৈয়দ সোবাহান, আব্দুল কাদের, সাঈদ, সর্জিনা, ইউনুস আলী, জোবায়ের রহমান, ইব্রাহিম খলিল, আব্বাস আলী, মাহবুব আলম, মোর্শেদুল আলম, আব্দুস সালাম, হামিদুর রহমান, জাকির হোসেন, মাজহারুল প্রমুখ বক্তব্য রাখেন। সদস্য সচিব জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় সমূহকে জাতীয়করণ করে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন। পরবর্তীতে ২০১৩ সালে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর ১৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার ৬৭৭৬ জন শিক্ষককে ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার টাকা করেন। ২০১৬-১৭ সালে প্রধান শিক্ষকদের ২৫০০ টাকা এবং সহকারী শিক্ষকদের ২৩০০ টাকা বেতন ভাতা প্রদান করেন। যা এই দ্রব্য মূল্যের বাজারে অপ্রতুল। বাকী স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলো কোন বেতন ভাতা পায় না। মাননীয় প্রধান মন্ত্রী দীর্ঘ ৩৭ বছর যাবৎ অধিকার বঞ্চিত অবহেলিত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলো প্রাইমারীর ন্যায় জাতীয়করণ ঘোষণা দিয়ে মুজিব শত বর্ষকে চির স্মরণীয় করবেন বলে আমরা আশাবাদী।