শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন। Related posts:শেরপুরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেয়র মনোনয়নপ্রত্যাশী আ'লীগ নেতা আধারশেরপুরে মাদ্রাসা বন্ধ করে দেয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন Post Views: ১০৫ SHARES শেরপুর বিষয়: