ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নানী-নাতনির

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় সেনাবাহিনীর গাড়ি উল্টে আহত হয়েছে ৮ সেনাসদস্য। ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বৃদ্ধ নানী মর্তুজা বেগম ( ৬০) তার তিন বছর বয়সী নাতনি জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এসময় ঢাকাগামী অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মহাসড়কে মরদেহ দেখে একটি বাস থামলে, পেছন থেকে দ্রুতগতির সেনাবাহিনীর একটি গাড়ি সাইড নিয়ে চলে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়। আহত সেনা সদস্যদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। আহত সেনা সদস্যদের ভালুকা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।