আজ চাঁদ দেখা গেলে কাল রমজান শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২ আজ সন্ধ্যায় দেশের পশ্চিম আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শুরু হবে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। পাশাপাশি রাতের এশার নামাজের সঙ্গে তারাবি আদায় ও রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমান। ইসলামিক ফাউন্ডেশন গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। Related posts:অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজের দায় নিতেই হবে: তথ্যমন্ত্রীশাজাহান খানের বিরুদ্ধে মানহানির মামলা ইলিয়াস কাঞ্চনেরগুলিভর্তি পিস্তল ছিল সাহেদের কাছে Post Views: ১৯৬ SHARES জাতীয় বিষয়: