বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২ বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম। তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে। ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া লাইটারেজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কী কারণে জাহাজাটি ডুবে গেছে সেটি প্রাথমিক জানা যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী চেষ্টা চালাচ্ছে। Related posts:রমজানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্যমন্ত্রীঝিনাইগাতীতে ইউএনও’র বাজার মনিটরিং ॥ ২ চাল ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানাপূর্বাচলে নতুন করে ৩২ একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয় Post Views: ২০০ SHARES জাতীয় বিষয়: