পিয়াজ যথেষ্ট মজুদ রয়েছে, দাম নিয়ে কারসাজি করলে ব্যবস্থা: বাণিজ্য সচিব

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

শ্যামলী নিউজ ডেস্ক : পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। তিনি বলেন, এই মুহূর্তে সরকারের কাছে যথেষ্ট পিয়াজ মজুদ আছে। যারা পিয়াজের দাম নিয়ে কারসাজি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হঁশিয়ারি দেন তিনি।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব এসব কথা বলেন।জাফর উদ্দীন জানান, মঙ্গলবার থেকে টিসিবি’র মাধ্যমে ৩৫টি ট্রাকে পিয়াজ বিক্রি শুরু হবে। মিয়ানমার থেকে দুইটি জাহাজ বন্দরে এসেছে। একটির পণ্য খালাস হয়েছে। মিশর ও তুরস্ক থেকে শিগগিরই এলসি করা পিয়াজ দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।