ফ্লোরাল বেগুনিতে নজর কাড়লেন ঐশ্বর্য

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

বিনোদন ডেস্ক : পরনে বেগুনি রঙের ফ্লোরাল প্রিন্টেড গাউন। গাইনের পেছনের দিকটা দীর্ঘ। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে চোখের মেকআপ। এমন সাজেই প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন   

ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে হেঁটেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।  

র‌্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকদের উদ্দেশে চুম্বনও ছুড়ে দিয়েছেন তিনি।

এবছর ‘প্যারিস ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রতিষ্ঠান মোনে দে প্যারিস-এ। 

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য রাই বচ্চন হাঁটার কয়েকদিন আগেই সেখানে র‌্যাম্পে হাঁটতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। 

খুব শীঘ্রই ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যাবে মণিরত্নমের তামিল ছবি ‘পন্নিয়ান সেলভান’-এ।