শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২২ ‘তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মে মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. আসমাউল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার এএসএম মহসিন প্রমুখ। এর আগে একটি র্যালি সিভিল সার্জন অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। Related posts:অসুস্থ্য আমির আলী চেয়ারম্যানকে দেখতে গেলেন সাবেক এমপি শ্যামলীনালিতাবাড়ীতে ‘মাদক-দেহ ব্যবসায়ী’র শাস্তির দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল, মানববন্ধন অনুষ্ঠিতনকলায় ভূমিহীন ও গৃহহীন ৫৮ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার বসতবাড়ি Post Views: ১৯৫ SHARES শেরপুর বিষয়: