ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে মঙ্গলবার বিকেলে কাংশা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ। কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিনাইগাতী মহিলা আর্দশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আয়নাল হকসহ সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মেম্বারগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২০২২-২৩ অর্থ বছরের জন্য আনুষ্ঠানিক ভাবে কাংশা ইউপি সচিব হুমায়ুন কবির সরকারী তহবিল ও ইউনিয়নের নিজস্ব আয় মিলিয়ে ২ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার ৪ শত টাকার বাজেট ঘোষণা করেন। Related posts:শেরপুরে সীমান্ত জনপদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণঝিনাইগাতীতে পৃথক অভিযানে ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতারশেরপুরে রাতের বেলায় শহর ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ২৫৮ SHARES শেরপুর বিষয়: