ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুন ১, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে খলিল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামেওই ঘটনা ঘটে। খলিলুর স্থানীয় আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শিশু খলিল বাড়ির সামনে খেলাধূলা করছিল। হঠাৎ করে সন্ধ্যার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে খলিলের লাশ ভেসে উঠে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। Related posts:নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যানকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Post Views: ২৩৬ SHARES শেরপুর বিষয়: