নালিতাবাড়ীতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গানুষ্ঠান অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে বাঙালির ঐতিহ্য বর্ষাকাল শুরু উপলক্ষে বর্ষাবরণ ও ঋতুরঙ্গানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ জুন বুধবার বাংলা পহেলা আষাঢ় সকালে উপজেলার সেঁজুতি বিদ্যা নিকেতন প্রাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শিক্ষার্থীরা গ্রামীণ পোষাকের পাশাপাশি বিভিন্ন সাজে বর্ষার রূপ ফুটিয়ে তোলে। এছাড়া বর্ষার বিভিন্ন কবিতা নিয়ে ‘ঘাঁষফুল’ নামে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়। শোভাযাত্রায় সেঁজুতি বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে প্রবীণ সাংবাদিক ও কবি তালাত মাহমুদ, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি হাফিজুর রহমান লাভলু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক বিপ্লব দে কেটু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিতশেরপুরে সুশীল সমাজের প্রতিনিধির সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা Post Views: ২১১ SHARES শেরপুর বিষয়: