শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদ ও ১২ ক্যান বিয়ারসহ সজীব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের হলদীবাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজীব নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া গ্রামের নুর হোসেনের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরিপুর ইউনিয়নের হলদীবাটা এলাকায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় পুলিশ সদস্য অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ২৪ বোতল ভারতীয় মদ ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আজ শেরপুর আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। Related posts:নকলায় গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় পল্লী এ্যাম্বুলেন্স চালুঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানশ্রীবরদীতে শূণ্য চাষে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত Post Views: ১৫২ SHARES শেরপুর বিষয়: