শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

শেরপুরে মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন ও মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রয়-সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ জুন মঙ্গলবার বিকেলে শহরের অষ্টমীতলা এলাকায় জেলা ঔষধ তত্বাবধায়কের কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয়।

ওইসময় মো. বাচ্চু মিয়ার মালিকানাধীন মা মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধসামগ্রী বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ যথাযথ নিয়ম মেনে ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলা ঔষধ তত্বাবধায়ক মো. শাহজালাল ভুইয়াসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা ঔষধ তত্বাবধায়ক মো. শাহজালাল ভুইয়া বিষয়টি জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।