শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক কৃষানীদের মাঝে ধান বীজ বিতরণ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২২

শেরপুরে ১৭ জুলাই রবিবার দুপুরে বাংলাদেশ সীড এসোসিয়শেন শেরপুর জেলা শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিপ্তর খামার বাড়ী শেরপুরের ব্যবস্থাপনায় বায়রক্রপ সাইন্স বাংলাদেশ লিঃ ও সুপ্রিম সীড কোম্পানী লিঃ এর বীজ সহায়তায় শেরপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে ধান বীজ প্রদান করা হয়েছে।

খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে বাংলাদেশ সীড এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ জয়েন উদ্দিন এর সভাপতিত্বে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের কৃষিবিদ সুলতান আহাম্মেদ। অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রুবাইয়া ইয়াসমিন। এসময় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আব্দুল জলিল ও কৃষানী ইসমতারা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, বাংলাদেশ সীড এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান। জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শত জন কৃষক কৃষানীদের মাঝে এই হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।