পুনরায় নাকুগাঁও স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

পবিত্র ঈদ উল আজহা, সাপ্তাহিক ছুটি ও ওপার সীমান্তে সড়ক ভাঙা থাকায় প্রায় ১ মাস বন্ধ থাকার পর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

১৬ জুলাই শনিবার সকালে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তের ওপারে সড়ক ভাঙা থাকায় দীর্ঘদিন গাড়ি আসা যাওয়া করতে পারেনি। পরে ভাঙা সড়ক সংস্কার করে পবিত্র ঈদ-উল আজহার ছুটি শেষে আজ থেকে নাকুগাঁও স্থলবন্দরের চালু হয়েছে। আজ সকাল থেকে সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু হয়েছে।