ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। ১৮ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ওই তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৮০) ও একই উপজেলার আবুল কাশেম (৭০)। ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন ৪৮ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। Related posts:জামালপুরে চর থেকে যুবকের মরদেহ উদ্ধারকুড়িগ্রামে ১৫ হাজার পরিবার পানিবন্দিজামালপুরে নতুন আরও ১০ জন করোয় আক্রান্ত Post Views: ১৯২ SHARES সারা বাংলা বিষয়: