ডেপুটি স্পিকারের মৃত্যুতে সাবেক এমপি শ্যামলীর শোক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২৩ জুলাই শনিবার এক শোকবার্তায় সাবেক এমপি শ্যামলী বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া আইয়ুব বিরোধী আন্দোলন এবং ‘৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান সাবেক এই এমপি। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। Related posts:জলবায়ু তহবিল গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানআল্লাহ জীবন দিয়েছেন, একদিন সে জীবন নিয়ে যাবেন : সংসদে প্রধানমন্ত্রী'শিশুবক্তা' রফিকুল ইসলাম আটক Post Views: ২৯৯ SHARES জাতীয় বিষয়: