শ্রীবরদীতে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা সামাজিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিরীহ পরিবার। ২৩ জুলাই শনিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাসেন আলী।

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০জুন একই গ্রামে অঙ্গে মিয়ার ছেলে ফকির আলী ও তার লোকজন হাসেম আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হাসেম আলীসহ কয়েকজন গুরুতরভাবে আহত হন।
এব্যাপারে হাসেম আলী বাদি হয়ে ফকির আলীসহ ৬ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের করার পর থেকেই ফকির আলীও তার লোকজন মামলা তুলে নিতে হাশেম আলীও তার লোকজন নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছিল। কিন্তু মামলা তুলে না নেয়ায় ফকির আলীর স্ত্রী দিনারা (৩২)কে বাদি সাজিয়ে হাসেম আলীর নামে গত ১১ জুলাই শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে আমিসহ আমার পরিবার তাদের আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।