ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য অধিদপ্তর আয়োজিত “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। অনুষ্ঠিত মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের উপর লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। উল্লেখ্য, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ কর্মসূচির মধ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহ বিষয়ে উদ্বোধনী আলোচনা সভা, র্যালী অনুষ্ঠিত হবে। এছাড়াও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারেন্ট জাল ধ্বংসের প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে বলে মৎস্য কর্মকর্তা জানান। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন, ফিল্ড এসিস্ট্যান্ট ইমরান হাসান ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা পুলিশের আনন্দ উৎসব উদযাপননকলা প্রেসক্লাব কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতারঝিনাইগাতীতে ঝড়ে ভেঙে পড়লো গ্রামীণফোন নেটওয়ার্কের টাওয়ার Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: