ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২ ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রবিবার দুপুরে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিশেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সিরাজুস সালেহীন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। সবশেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দেলোয়ার মোজাহীদ সরকার, ঈমান আলী ও মোকামিয়া গুচ্ছগ্রামকে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু। Related posts:গাড়ীতে বসে করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরীশেরপুর জেলা পুলিশ ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমবিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ১৭৫ SHARES সারা বাংলা বিষয়: