নেত্রকোণায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। ২৫ জুলাই সোমবার সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) এবং একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাজমুল শাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুরগামী একটি দ্রুতগতির ট্রাক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুরুজ আলী মারা যান। পরে গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহান নামে আরেকজন মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। Related posts:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতজামালপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারনকলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত Post Views: ১৭৩ SHARES সারা বাংলা বিষয়: