ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২ হারুন অর রশিদ দুদু : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। ২৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন, দৈনিক সংবাদ এর সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ দুদু, সফল মৎস্য চাষী হিসেবে জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিজ্জিতুল মনির মাসুমসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীগণ। মূল্যায়ন অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মৎস্য সপ্তাহের শুরুতে ২৩ জুলাই ১ম দিনে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে ব্যাপক মাইকিং ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়াও সপ্তাহব্যাপী ব্যানার ফেস্টুন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার প্রদান, উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, কর্মসংস্থানের উপকরণ, মৎস্যখাদ্য চুন, সার ইত্যাদি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পূর্ণ করা হয়েছে। Related posts:শেরপুরে ইদ্রিস গ্রুপের অন্যতম পরিচালক গুলজার জিহানের উদ্যোগে ১ হাজার প্যাকেট ইফতার বিতরণঝিনাইগাতীতে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানানালিতাবাড়ী শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ Post Views: ২১৩ SHARES শেরপুর বিষয়: