ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি শেরপুরের সন্তান শহিদুল্লাহ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব পেয়েছেন শেরপুরের কৃতি সন্তান মো. শহিদুল্লাহ। তিনি সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সাজ্জাদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। ৪ আগস্ট বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

জানা গেছে, সদ্য রমনা বিভাগের দায়িত্ব পাওয়া শহিদুল্লাহ ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি তেজগাঁও বিভাগে এবং উত্তরা বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে বাহিনীতে যোগ দেন মো. শহিদুল্লাহ। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে পড়ালেখা শেষ করেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জন্মগ্রহণ করা পুলিশের এই কর্মকর্তা রাজশাহী জেলা পুলিশে সফলতার সঙ্গে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পেয়েছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি দক্ষিণ) ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম ও বান্দরবানে কর্মরত ছিলেন।
তাছাড়া ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করেছেন।