শেরপুরে জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকালে শহরের বটতলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।


এরপর যুব মহিলা লীগের উদ্যোগে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


দুপুরে অস্থায়ী কার্যালয়ে জেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সংগ্রামী আহ্বায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, লাভলী আক্তার, মাহমুদা আক্তার, নাজমা আক্তার, লাকি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে দলীয় নেতা-কর্মীসহ গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার তুলে দেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও মাহবুবা রহমান শিমু।


অনুষ্ঠানে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।