শ্রীবরদীতে মশা তাড়াতে জ্বালানো আগুনে জ্বললো বাড়ি, পুড়ে মরলো শিশু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে মশা তাড়াতে জ্বালানো আগুন থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে পুড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রত্না বেগম। ১৯ আগস্ট শুক্রবার রাতে উপজেলার চরহাবর বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু ইসমাইল হোসেন ওই এলাকার আমিন মিয়ার ছেলে। শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত আটটার দিকে বসতঘরের পাশে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য আগুন জ্বালিয়ে ধোঁয়া দেয় পরিবারের সদস্যরা। আগুনের ধোঁয়ার পর হঠাৎই ওই আগুনের ঢিবি থেকে পাটশোলায় আগুন লাগলে মুহুর্তেই আগুন গোয়ালঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, এতে বসতঘরে আটকা পড়া ইসমাইল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভালেও পুড়ে যায় দুটি বসতির ও একটি গোয়ালঘর। Related posts:শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতমাদারগঞ্জে ইয়াবাসহ আটক ৩নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: