শেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২ শেরপুরে ডিম ও ব্রয়লার মুরগির মূল্য তালিকা না থাকায় এবং দাম বেশি রাখায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০ আগস্ট শনিবার দুপুরে শহরের নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ। জানা যায়, শনিবার দুপুরে শহরের নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারের পাইকারী ও খুচরা ডিম ও মুরগির দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওইসময় মূল্য তালিকা টানানো না থাকা, ডিম ও মুরগি ক্রয়ের চালান রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নয়ানীবাজারের সালমান ট্রেডিংকে ৫ হাজার টাকা, নাদিয়া পোল্ট্রি স্টোরকে ১ হাজার টাকা ও মঞ্জু ডিমের আড়তকে ৪ হাজার টাকা এবং কুসুমহাটি বাজারের হাসান স্টোরকে ৪ হাজার টাকা ও শান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধনঝিনাইগাতীতে মাধ্যমে মাছ ধরার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংসশেরপুরে নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় ভোটগ্রহণ শুরু Post Views: ২৫৫ SHARES শেরপুর বিষয়: