নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর গৃহবধূর হাত-পা বাধা মাটিচাপা লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর মাটি চাপা ও হাত-পা বাধা অবস্থায় নাছিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিশগিরিপাড়া বন বিভাগের আকাশমনী কাঠ বাগানের ঝোপের নীচ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নাছিমা বেগম উপজেলার মানিককুড়া গ্রামের গ্রাম পুলিশ (চৌকিদার) আমির হোসেন মন্ডলের স্ত্রী ও ৫ সন্তানের জননী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে নাছিমা বাড়ি থেকে বের হয়ে রাতেও বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। সব জায়গায় খুঁজে না পেয়ে মঙ্গলবার আমির হোসেন নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বন বিভাগের আকাশমনী কাঠ বাগানে জঙ্গলের ঝোপে মাটিচাপা অবস্থায় ক্ষতবিক্ষত একটি হাত ও একটি পা দেখতে পান ওই নারীর মা। খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশ, পিবিআই, র্যাব, সিআইডির সদস্যরা বিকেলে মাটি খুড়ে লাশ উদ্ধার করে। পরে ওই নারীর হাতে থাকা চুড়ি ও পড়নের কাপড় দেখে লাশটি নাছিমার বলে শনাক্ত করে পরিবার। পরে লাশটির ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও র্যাবের টিম ঘটনাস্থলে আছে। হত্যাকান্ডের কারণ ও অপরাধী সনাক্তে কাজ করা হচ্ছে। ওই ঘটনায় নাছিমার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:সীমান্তে মাদক ও চোরাচালন বন্ধে সরকারের জিরো ট্রলারেন্স নীতি : ডিআইজি হারুনঝিনাইগাতী মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান আবেদনের বাছাই কার্যক্রম সম্পন্নভার্চুয়াল শুনানীতে শেরপুরে জামিন পেলো ১০৬৮ আসামি Post Views: ২৪২ SHARES শেরপুর বিষয়: