নকলায় ওএমএস খাদ্যবান্ধব ও টিসিবি কার্যক্রম সম্পর্কিত প্রেস কনফারেন্স অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ শেরপুরের নকলায় ও এমএস, খাদ্যবান্ধব ও টিসিবি কার্যক্রম সম্পর্কিত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ আগস্ট সকাল ১১ টার পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফের সভাপতিত্বে আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসএম সালাউদ্দিন, খাদ্য গোদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জেভিয়ার চিসিম, উরফা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম তালুকদার (ভূট্টো) ও চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল) ও চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ, ও এম এস, খাদ্যবান্ধব ও টিসিবি’র ডিলারগণ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর পৌরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা আরিফ রেজাশেরপুরে করোনা ভীতি উপেক্ষা করে ঈদ শপিংয়ে মানুষের ঢলশেরপুর এবার হিজড়া সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার দিলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ১২১ SHARES শেরপুর বিষয়: